মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি মহিলা কলেজে নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে ওই প্রতিযোগিতায় নৃত্য প্রদর্শন করে কলেজের ছাত্রীরা। দিনব্যাপি গান ও নৃত্যে মেতেছিলো প্রতিযোগী ও দর্শকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কলেজের উপাধ্যক্ষ আহসান আলী, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক নুরুল আহম্মেদ, অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক প্রভাষক আতিয়ার রহমান প্রমুখ। ৪ দিনব্যাপি বার্ষিক সাংস্কৃতি অনুষ্ঠানের অংশ হিসেবে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।