মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে শোক দিবস ও বিজয় দিবস ২০১৩ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এবং গণগ্রন্থাগার অধিদফতরের নিয়ন্ত্রণাধীন স্কুল ও কলেজ পর্যায়ে প্রতিযোগীদের গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেন। মোট ৪টি বিভাগে ৩৫ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। এ সময় মেহেরপুর সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি ইনচার্জ মনিরুল ইসলাম, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপুসহ প্রতিযোগিতার বিজয়ী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।