মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার ভোরে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তবিবর রহমান (৪৫) ও আজিজুর রহমানকে (৩৮) গ্রেফতার করেছে।
জানা গেছে, মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের করিম মণ্ডলের ছেলে তবিবর রহমান ও কালিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আজিজুর রহমানকে বুধবার ভোরে মহেশপুর থানা পুলিশ গ্রেফতার করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, গ্রেফতারকৃত দুজন জামায়াত নেতা। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় ৪টি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।