মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জ পানহাটে এক ব্যক্তির পকেটমারার সময় হাতেনাতে ধরা পড়েছে ১৫ বছর বয়সের পকেটমার ইমরান নামের এক কিশোর। কিশোর বয়সে পকেটমার ধরা পড়ায় সবাই হতবাক হয়েছে।
জানা গেছে, নীলমণিগঞ্জ পানহাট প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বসে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নিকটবর্তি সরিষাডাঙ্গা গ্রামের ভদু মণ্ডল পানহাটের ভেতর কাঁচাবাজার করার সময় তার জামার পকেট থেকে ৭শ টাকা নেয়ার সময় তিনি হাতেনাতে ধরে ফেলে কিশোর ইমরানকে। পকেটমার নিজের পরিচয় দিতে গিয়ে জানায়, তার নাম ইমরান। সে আলমডাঙ্গা স্টেশনপাড়ার হাসিবুলের ছেলে। স্থানীয় জনগণ কিশোর পকেটমার ইমরানকে উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেয়।