ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দশম জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকেলে জমকালো এক অনুষ্ঠানে উপাচার্য ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিকের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার। এছাড়াও ডুসাকের সদস্যরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে পরিয়ে দেয়া হয় উত্তরীয়। সংবর্ধনা পেয়ে হুইপ ছেলুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মান তার দায়িত্ব পালনে মনোযোগ ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে। হুইপ চুয়াডাঙ্গার উন্নয়নে ডুসাকের সকল সদস্যসহ সবার সহযোগিতা চান। এ সময় তিনি চুয়াডাঙ্গা শহরের চারপাশে বাইপাস সড়ক নির্মাণের চিন্তা-ভাবনার কথা তুলে ধরেন। ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস এবং সে সময় এ জেলার কৃতী সন্তানদের অবদান তুলে ধরে বলেন, সোনার বাংলা গড়তে এসব বড় অর্জন। সেইসাথে তিনি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় পরিবার চুয়াডাঙ্গা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন ডুসাক উপদেষ্টা সদস্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী, ডুসাক উপদেষ্টা প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক আহমেদ পিপুল, ডুসাক উপদেষ্টা সংবাদ পাঠিকা রওনক জাহান, ডুসাক উপদেষ্টা লিডস ভার্সিটি কোচিং পরিচালক রুহুল আমিন মল্লিক। ডুসাক সভাপতি মো. কদর আলী বায়জিদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তব্য রাখেন ডুসাক সাধারণ সম্পাদক শামিম হোসেন মিজি। অনুষ্ঠান পরিচালনা করেন মো. নাইমুল হক রিংকু। উপস্থিত ছিলেন জেলা সমিতির নির্বাহী সদস্য হাফিজ মালিক বাবু, আলাউদ্দিন হেলা, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ডিরেক্টর অব ফাইনান্স মো. আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক সভাপতি আব্দুর রহমান জোয়ারদার হিরন, শেখ জাহাঙ্গীর হুসাইন তাজ, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সুমন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা ও আরও অনেকে।