খবর: (কেরুজ ডিহি বাণিজ্যিক খামারের পোড়া আখ চিনিকলে নিতে ব্যস্ত কর্তৃপক্ষ)
সরকারি মাল নদীতে ঢাল
এইতো কেরুর দশা,
মিল হারালে বসে বসে
মারতে হবে মশা।
কেরুর মাঠে শেয়াল চাটে
আখের পচা রস,
গুদাম ঘরের চিনি সাবাড়
কে খেয়েছে বস।
পেতেছো জাল আহা কী হাল
কাঁদছে কেরু বুড়ো,
খেয়ে খেয়ে হাড় মাংস
শরীরটা তার গুঁড়ো।
-আহাদ আলী মোল্লা