জীবননগরে মুন্সী মটরস দৈত্য গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

 

জীবননগর ব্যুরো: গতকাল বৃহস্পতিবার রাতে জীবননগর শহরের মুন্সী মার্কেট প্রাঙ্গণে মুন্সী মটরর্স দৈত্য গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মহেশপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসার আশাবুল হক, দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এম আর বাবু, আদর্শ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক মুন্সী আব্দুল হালিম লাল্টু, জীবননগর কেন্দ্রীয় ঈদগা কমিটির সাধারণ সম্পাদক আ. সালাম ইসা, জীবননগর প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম বাবু, সাংবাদিক সাব্বির আহমেদ ও খেলার স্পন্সর মুন্সী মরটসের স্বত্বাধিকারী মুন্সী ওয়াহেদুল ইসলাম খোকন।

উদ্বোধনী খেলায় সাজেদুর রহমান-এম আর বাবু জুটিকে ৩-১ সেটে শ্যামল-মিঠু জুটি, জীবন-মামুন জুটিকে ৩-১ সেটে ইসা-শাহিন বাবু জুটি, পিংকু-খায়রুল জুটিকে ২-০ সেটে মুন্সী খোকন-পলাশ জুটি ও সবুর-বিদ্যুৎ জুটি ২-০ সেটে কাজী খালিদ- খবির জুটি জুটিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। আজ শুক্রবার সেমিফইনালে শ্যামল-মিঠু জুটি খেলবে ইসা-শাহিন বাবু জুটির সাথে এবং মুন্সী খোকন-পলাশ জুটি খেলবে বিদ্যুৎ-সবুর জুটির জুটি। সেমিফাইনাল বিজয়ী দু দল এদিনই ফাইনালে মুখোমুখি হবে।