স্টাফ রিপোর্টার: ২৪ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা- জীবননগর সড়কের লোকনাথপুর বেস্ট ইটভাটার সামনে থেকে তাদেরকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে ফেনসিডিলসহ দুজন মোটরসাকেলযোগে দর্শনা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লোকনাথপুর বেস্ট ইটভাটার নিকট অবস্থান নেয়। এ সময় একটি হিরোহোন্ডা স্পিলিন্ডার মোটরসাইকেল (নড়াইল-হ-১১-১৯৮৮) থামিয়ে চালক ও আরোহীর দেহ তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মিন্টু (৩০) ও দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের মৃত বারী মণ্ডলের ছেলে আশা পাগলা (৪০)। আজ তাদেরকে মাদকআইনে আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।