স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তেমন প্রভাব ফেলেনি। বাজারের দোকানপাঠ অধিকাংশই খোলা ছিলো। ব্যাংক বীমায় লেনদেনও হয়েছে। তবে দুপুর পর্যন্ত দূরপাল্লা ও অভ্যান্তরিক সড়কে বাস-ট্রাক চলেনি। সড়কে শ্যালোইঞ্জিন চালিত অবৈধ যানের আধিক্য ছিলো। দেশে উল্লেখযোগ্য অপ্রতিকর ঘটনা ঘটেনি। দেশের অধিকাংশ স্থানেই হরতার ছিলো ঢিলেঢালা।
জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। এদিন মেহেরপুর থেকে দূরপাল্লার কোনো যান চলাচল করেনি। আন্তঃজেলা বাস চলাচল না করলেও ছোট ছোট যানবাহন চলেছে দিনভর। শহরের অধিকাংশ দোকানপাঠ খোলা ছিলো। স্কুল-কলেজ খোলা ছিলো। অফিস আদালত খোলা ছিলো। ব্যাংক-বীমায় লেন-দেন হয়েছে স্বাভাবিকভাবে। এদিনের হরতালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা শহর ও জেলার গুরুত্বপূর্ন স্থানসমূহে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের পাহারায় দিতে দেখা গেছে। হরতাল চলাকালে শহরে হরতালের পক্ষে-বিপক্ষে কোনো মিছিল কিংবা পিকেটিং হয়নি।