স্টাফ রিপোর্টার: দামুড়হুদা কালিয়াবকরি গ্রামে গরুতে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে ফারুক ও মিন্টু নামের দুজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। তাদেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
রোগীর শয্যাপাশে থাকা লোকজন জানায়, গতকাল দুপুরে মাহাতাপ উদ্দিনের একটি গরু গোলাম মাস্টারের সিমক্ষেতে যায়। এ নিয়ে সন্ধ্যায় মাহাতাপ উদ্দিনের ছেলে ফারুকের সাথে গোলাম মাস্টারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গোলাম মাস্টার তার ভাতিজা বুরহান ও বকুল ফারুককে মারধর করতে থাকে। এ সময় জাফর আলীর ছেলে মিন্টু ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।