স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালী মীর মোশারফ হোসেন সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে কুমারখালী শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে মীর মোশারফ হোসেন সেতুর পশ্চিম প্রান্তে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে মোহাম্মদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।