কিডস ওয়ার্ল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 

মেহেরপুর অফিস: কিডস ওয়ার্ল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় মেহেরপুর শহরের চক্রপাড়া মাঠে প্রতিযোগিতার উদ্বধোন করেন প্রতিষ্ঠানের পরিচালক ফজলুল হক মন্টু। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাংনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এনামূল আযীম। প্রতিযোগিতায় ২৭টি ইভেন্টে মোট ২৪০ জন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেয়। আগামী ১১ ফেব্রুয়ারি নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।