ইমরুল কায়েসের সেঞ্চুরিতে মেহেরপুর আনন্দের বন্যা

 

মেহেরপুর অফিস: এক সময়ের বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত ওপেনার ব্যাটসম্যান মেহেরপুরের কৃতীসন্তান ইমরুল কায়েস সাগর দলে ফিরেই করলেন এক অনবদ্য সেঞ্চুরি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে অবশেষে ফিরলেন সমহিমায়। তার এ চোখ ধাঁধানো ইনিংস উপভোগ করলো বাংলাদেশে ক্রিকেটপ্রেমীরা। সেঞ্চুরি করে দেখিয়ে দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। জাতীয় দলকে দেবার এখনও অনেক কিছু আছে তার। জাতীয় দলে জায়গা পাওয়ার পর তার ব্যাট থেকে ভালো কিছু আসবে এমন আশায় ছিলেন জেলার লাখো মানুষ। শুধু ইমরুল কায়েস কিংবা তার পরিবারের লোকজনই নয় গোটা মেহেরপুর ও দেশের মানুষ তার এ খেলা দেখার জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। কোটি দর্শকের আশা পূরণ করে তিনি করলেন গুরুত্বপুর্ণ সেঞ্চুরি করে। টেলিভিশনে এ খেলা দেখেছেন মেহেরপুরের হাজার হাজার মানুষ। সেঞ্চুরির খবরে তাই তো কেউই বসে থাকতে পারেননি। চায়ের দোকান থেকে অফিস আদালত কিংবা ক্লাব অথবা বাসা-বাড়িতে টিভির সামনে বসে থাকা সব দর্শকই প্রকাশ করলেন উল্লাস। জেলাজুড়ে শুরু হয় আনন্দের বন্যা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেহেরপুর ইসরুল কায়েস ক্রিকেট একাডেমীর পরিচালক মঞ্জুরুল ইসলাম মাঞ্জা আনন্দে কেঁদে ফেলেন। তিনি বলেন, এ সেঞ্চুরি কোটি দর্শকের প্রত্যাশিত সেঞ্চুরি। ইমরুলের এ অর্জনে তারাও গর্বিত। ইমরুল আরো ভালো খেলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন ইমরুলকে।