স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নিউরোসায়েন্স হসপিটালের চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। মুদির দোকানের মতো গজিয়ে ওঠা অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বহু বছর আগে থেকে দেশে চিকিৎসার নামে ব্যবসা হচ্ছে। এটা আর করতে দেয়া হবে না। অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের উদ্দেশে তিনি বলেন, পৃথিবীতে তো আরো অনেক ব্যবসা আছে। তারা অন্য ব্যবসা করলেই পারতেন। চিকিৎসকদের দুর্নীতির বিষয় তুলে ধরে মন্ত্রী বলেন, চট্টগ্রামের এক নারী চিকিৎসক হাজিরা খাতায় সাত মাসের অগ্রিম স্বাক্ষর করে রেখেছিলেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রীও এ বিষয়ে ব্যবস্থা নেননি। আমার কাছে ফাইল আসামাত্র আমি তাকে বরখাস্ত করেছি। কোনো তদবির শুনিনি। তিনি বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে আমাকে কেন ব্যবস্থা নিতে হবে? তারা নিজেরাই তো ব্যবস্থা নিতে পারেন।