আলমডাঙ্গার ঘোষবিলায় মধ্যরাতে প্রবাসীর বাড়িতে চোরচক্রের হানা

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলায় মধ্যরাতে প্রবাসীর ঘরে চুরি সংঘটিত হয়।  পালানোর সময় চোরচক্রের আক্রমণে একজন আহত হলেও অবশেষে গ্রামবাসীর হাতে ধরা পড়েছে চিহ্নিত চোর।

জানা গেছে, গত বুধবার মধ্যরাতে আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মৃত খন্দকার মজিবার রহমানের ছেলে দুবাই প্রবাসী আব্দুল হান্নানের বাড়িতে হানা দেয় চোরচক্র। কুষ্টিয়া ইবি থানাধীন নৃসিংহপুর গ্রামের মৃত তারা মল্লিকের ছেলে মাইক অপারেটর চিহ্নিত চোর সিন্ডিকেটের প্রধান হোতা চেনিরদ্দিন দলবল নিয়ে ঘরে ঢুকে চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় গৃহকর্তার ছেলে স্কুলছাত্র শুভ টের পেয়ে চোর সিন্ডিকেটের হোতা চেনিরদ্দিনকে জাপটে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতে থাকা লোহার শাবল দিয়ে শুভকে আঘাত করে পালানোর চেষ্টা করে। বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে এলে চোর প্রতিবেশী যুবক আ. খালেককে আঘাত করে। গ্রামবাসী মালামালসহ চেনিরদ্দিনকে তেড়ে ধরে। বেঁধে রেখে গণধোলাই শেষে স্থানীয় ক্যাম্প পুলিশের হাতে হস্তান্তরের চেষ্টা করে। এ সময় বিশেষ মহল তাকে ছাড়িয়ে নেয় বলে গৃহকর্তা অভিযোগ করেছেন।