দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকে ভারতীয় নাগরিককে ফেরত
দর্শনা অফিস: ভারত থেকে অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করে বিপাকে পড়তে হয় মাহমুদা নামের এক ভারতীয় নাগরিককে। অবৈধ অনুপ্রবেশের অপরাধে দীর্ঘ ৭ বছর কারাভোগ শেষে আপন ঠিকানায় ফিরেছেন মাহমুদা। দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে মাহমুদাকে ফেরত দেয়া হয়।
জানা গেছে, ভারতের মেঘনাপুর থানার নান্দিগ্রাম ইউনিয়নেয়ন সামসাবাজ গ্রামের শেখ সানোয়ার হোসেনের স্ত্রী ৩ সন্তানের জননী শেখ মাহমুদা গত ২০০৭ সালের ২২ মে ভারতের প্রাগপুর সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরদিন কুষ্টিয়া আল্লাহর দরগা এলাকা থেকে দৌলতপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হন মাহমুদা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাহমুদাকে কুষ্টিয়া আদালতে সোপর্দ করে পুলিশ। অবশেষে ২০১২ সালের ২৩ মে মাহমুদাকে এ মামলা থেকে অব্যাহতি দেন বিজ্ঞ আদালত। আইনি জটিলতার কারণে প্রায় পৌনে দু বছর অতিরিক্ত কারাভোগ শেষে গতকাল বুধবার দুপুরে সীমান্তে আনুষ্ঠানিকভাবে মাহমুদা ফেরত দেয়া হয়েছে। দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ের এ বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আওয়াল হোসেন, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহবুবুর রহমান, কুষ্টিয়া পুলিশ লাইনের এসআই (এবি) আমির হামজা, বিএসএফ’র পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার বালজিৎ সিং।