ছাত্রদল নেতা মোস্তফা আসহাব রকি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাভোগের পর গতকাল জামিনে মুক্তিলাভ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দেয়া হয়। সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বিভিন্ন স্লোগানে স্লোগানে শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হলে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ তালহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা বিএনপির যুগ্মসম্পাদক ওয়াহেদুজ্জামান বুলা। জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহেদ মো. রাজীব খানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সোহেল আহ্ম্মেদ মালিক সুজন। সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়া আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।