গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের কৃষক শুকুর আলীর এক বিঘা জমির পানবরজ আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে গ্রামের রিপন হোসেন পানবরজে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।
স্থানীয়সূত্রে জানা গেছে, সাহেবনগর গ্রামের মরজেম আলীর ছেলে মাদকসেবী হিসেবে পরিচিত। গতকাল বুধবার বিকেলে সে একই গ্রামের মাঠে শুকুর আলীর পানবরজে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শুকুর আলীর লোকজন আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। পানগাছ ও বরজ পুড়ে যায়। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে রিপন হোসেন।