স্টাফ রিপোর্টার: সাভারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দু রাউন্ড গুলিসহ এক অস্ত্রব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় সাভার বাজার বাসস্ট্যান্ডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এগুলো আটক করা হয়। আটক অস্ত্রব্যবসায়ীর নাম মো. নাজিম (৩৫)। সে সাভার পৌর এলাকার রাজাশন আমতলা মহল্লার আব্দুল হামিদের ছেলে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপক মো. রেজোয়ানুল হক জানান, গতকাল মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল থেকে আসা কম্পিউটারের মনিটরটি নাজিম উদ্দিন ডেলিভারি নেয়ার সময় তাকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।