মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফিল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আফতাব উদ্দীন ও সম্পাদক গোলাব নবী।