আলমডাঙ্গা ব্যুরো: মরমী সুফিবাদের প্রবর্তক রায়হান উদ্দীন গাজী ওরফে রনগাজী বিশ্বাসের ওফাত দিবস উপলক্ষে ফরিদপুর গ্রামে মরহুমের গোলবাগানে সাধুসংঘের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিভিন্ন এলাকা থেকে সাধুসন্যাসীরা গোলবাগানে জড়ো হন। এ উপলক্ষে সেখানে মেলা, মারফতি ও দেহতত্বের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সমীর কুমার দে। বিশেষ অতিথি ছিলেন আশরাফুল হক ঠাণ্ডু, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, ফিরোজ আহমেদ ও সাইফুল ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন-সুমী সরকার, হুমায়ুন কবীর, মুন্না, রিয়া, আলাউদ্দীন দেওয়ান, মওলা পাগলা, হবিবর শাহ প্রমুখ।
উল্লেখ্য, ১৪ শতকের মধ্যভাগে মহান ধর্মপ্রচারক খানজাহান আলীর (রঃ) নেতৃত্বে যে সকল তরুণ সৈনিক অত্যাচারী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে হত্যা করেন, রায়হান উদ্দীন গাজী তাদের অন্যতম ছিলেন। পরবর্তীতে তিনি খানজাহান আলির (রঃ) নির্দেশে ধর্মপ্রচার করার এক পর্যায়ে আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ধারণা করা হয় তিনিই এ অঞ্চলে সর্বপ্রথম মরমী সুফিবাদ প্রচার করেন। মহান এ সাধক-ধর্মপ্রচারক সম্পর্কে এলাকায় বহু কিংবদন্তি প্রচলিত আছে।