মাথাভাঙ্গা মনিটর: ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কারে ভূষিত হলেন শচীন টেন্ডুলকার। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে এ সম্মাননা পেলেন লিটল মাস্টার। গত ১৬ নভেম্বর মুম্বাইতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার পর ভারতের এ ক্রিকেট কিংবদন্তিকে ভারতরত্ন দেয়ার ঘোষণা দেয়া হয়েছিলো। গতকাল মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টেন্ডুলকারের হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাও উপস্থিত ছিলেন। সম্মানে ভূষিত হওয়ার পর ক্রিকেট কিংবদন্তি বলেন, আমি এদেশে জন্ম নিতে পেরে গর্বিত। আমাকে সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি ভারতের পক্ষে ব্যাট করে যাবো।
শুধু প্রথম ক্রীড়াবিদ হিসাবেই নয়, সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবেও ভারতরত্ন পাওয়ার রেকর্ড এমন টেস্ট-ওয়ানডে দুটোতেই সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক টেন্ডুলকার। মনোনীত হওয়ার পরই এ অসাধারণ সম্মান মাকে উত্সর্গ করেছিলেন তিনি। এর আগে অর্জুনা পুরস্কার, রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ পুরস্কার পান তিনি। একই দিনে ভারতরত্ন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত বিজ্ঞানী সিএনআর রাও। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সাইন্সের সাবেক পরিচালক ৭৯ বছর বয়সী রাও বর্তমানে ব্যাঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সাইন্টিফিক রিসার্চে কাজ করছেন।