স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরের বড়নগর গ্রামে গত সোমবার রাতে দুর্বৃত্তরা ঘরের বিছানায় পিতার পাশে ঘুমন্ত লিমা আকতার (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিশুকে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালমর্গে পাঠিয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডটি খুবই রহস্যজনক। শিশুর পিতা অসংলগ্ন কথাবার্তা বলছেন। বিকেলে এ খবর পাঠানোর সময় মা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিলেন। জানা গেছে, শাজাহানপুর উপজেলার বড়নগর গ্রামের শাহিনুর ইসলামের মেয়ে লিমা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো। গত সোমবার শিশুটির মা তার পিতার বাড়িতে পিঠার দাওয়াতে যান। রাত ১০টার দিকে শাহিনুর ইসলাম তার মেয়ে লিমাকে নিয়ে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। শাহিনুর ইসলাম দাবি করছেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দরজার সিটকি খুলে ঘরে ঢুকে তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে তিনি ঘুম থেকে উঠে গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া মেয়ের লাশ দেখতে পান। তিনি (পিতা) দাবি করেন, প্রতিবেশীর সাথে জমি দিয়ে মামলা চলছে। তার ধারণা, এ বিরোধের জের ধরেই তার মেয়েকে হত্যা করা হয়েছে।