স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে। দিনের শুরু ও শেষের সাফল্য ম্লান হয়ে যায় তৃতীয় উইকেটে কুমার সঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনের দৃঢ়তার কাছে। মাত্র ৪৯ রানে দু উইকেট পড়ার পর এ দু অভিজ্ঞ ব্যাটসম্যান ১৭৮ রান যোগ করে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান। জয়বর্ধনে ১৪৭ বলে ৭২ রানে আউট হয়ে গেলেও সাঙ্গাকারা অপরাজিত আছেন ১৬০ রানে। ২৪৫ বলের ইনিংসে তিনি ৩টি ছক্কা ও ১৯টি চার মারেন। তবে চা বিরতির পর মাহমুদুল্লাহ রিয়াদের বলে মাহেলা বিদায় নিলে স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে। এরপর পড়ন্ত বেলায় নতুন বল নেয়ার পর সাকিব আল হাসান দুটি উইকেট নিয়ে সমর্থকদের মনেও আশার আলো জ্বেলে দেন। দিনের ৮৬তম ওভারে সাকিব চান্ডিমালকে এবং ৯০তম ওভারে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে বোল্ড করেন। সাকিব ৭০ রানে দুটি উইকেট নেন। এছাড়া সোহাগ গাজী, আল আমিন ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট নেন। বাংলাদেশ এ টেস্টে কেবল একজন পেসার আল-আমিনকে নিযে খেলছে। ঢাকা টেস্টের দর থেকে বাদ পড়েছেন দু পেসার রবিউল ও রুবেল। আরও বাদ পড়েছেন মার্শাল আইউব। দলে নেয়া হযেছে মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও আবদুর রাজ্জাককে। তবে রাজ্জাক চার ওভার বল করার পর আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।