দামুড়হুদা ১ নং ওয়ার্ড আ.লীগের সভাপতির ইন্তেকাল : এমপি টগরের শোক প্রকাশ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক হযরত আলীর পিতা ১ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. তাবেদ আলী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বাদজোহর নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুগ্মআহবায়ক আসাদুজ্জামান কবির, জেলা যুবলীগ নেতা আ. কাদের, আসমান, সুমন, বাকি, লালা, সামাদ, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা ইউসুফ আলী, আবু তালেব, সেলিম উদ্দিন বগাসহ হাজারো মানুষ মরহুমের জানাজায় অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে আ.লীগ নেতার এ আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।