দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ২য় মেয়াদে সংসদ সদস্য ও কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষকমণ্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যরা সংবর্ধনা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ২টায় কলেজের হলরুমে সংবর্ধনাসভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কমিটির সদস্য লিয়াকত আলী শাহ, শহিদুল ইসলাম, মসলেম আলী মালিথা, জগবন্ধু ধর, ইমতিয়াজ হোসেন, ইসমাইল হোসেন, কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, জিন্নাত আলী, জহির উদ্দীন, আনিসুজ্জামান মল্লিক, রফিকুল ইসলাম, নাসির উদ্দীন প্রমুখ। কমিটির পক্ষ থেকে সিরাজুল আলম ঝন্টু ও শিক্ষকদের পক্ষ থেকে অধ্যক্ষ কামাল উদ্দীন এমপিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।