টিপ্পনী:

খবর : (আনছারবাড়িয়া রেলস্টেশনের ইটের খোয়া হরিলুট)

 

 ইটের খোয়া লুট কোরো না
লুট কোরো না রেল,
পরের মাথায় আর ভেঙো না
আস্ত পাকা বেল।

লোকের ঘরে ঢিল ছুড়ো না
আর কেটো না সিঁধ,
নিয়ো না ছাই মুখে মুখে
সেই পুরোনো গিদ।

সরকারি মাল চুরি করে
বেঁধো না কেউ ঘর,
ক্ষেপে গেলে এই জনগণ
করবে দিগম্বর।

-আহাদ আলী মোল্লা