জীবননগর ব্যুরো: শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে গাইড বই বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেও জীবননগরে এসব বইয়ের জমজমাট ব্যবসা চলছে। উপজেলা শহরসহ অন্যান্য লাইব্রেরির মালিকরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গাইড বই এবং অনুমোদনহীন বাংলা ব্যাকরণ, রচনা ও ইংরেজি গ্রামার বই অবাধে বিক্রি করছে। এসব লাইব্রেরিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির জুপিটার, রাইট প্লাস, অনুপম ও জননীসহ বিভিন্ন প্রকাশনীর গাইড বই পাওয়া যাচ্ছে। অভিযোগ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা গাইড বই কিনতে শিক্ষার্থীদের একরকম বাধ্য করছেন।
কয়েকজন অভিভাবক জানান, স্কুলের শিক্ষকরা তাদের সন্তানদের গাইড বই কেনার পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন প্রকাশনীর প্রতিনিধিরা উৎকোচের মাধ্যমে জেলা শিক্ষক সমিতিকে ম্যানেজ করে তাদের মাধ্যমে ভুলে ভরা ও অত্যন্ত নিম্নমানের গাইড বই বাজারজাত করছে। সমিতির পক্ষ থেকে সমিতিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রকাশনীর গাইড বই ব্যবহারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের আদেশক্রমে সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রকাশনীর গাইড বই নির্দিষ্ট লাইব্রেরি থেকে কেনার উপদেশ দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।