স্টাফ রিপোর্টার: গরম রসের ওপর পড়ে ঝলসে গেছেন তিতুদহ গহরপুরের গৃহবধূ রেহেনা খাতুন (২৩)। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে খেজুরের রস জ্বালানোর সময় প্রতিবেশীর ছেড়ে যাওয়া গরুর আঘাত থেকে রক্ষা পেতে দৌড়াতে গিয়ে তিনি জালার ওপর পড়ে ঝলসে যান।
রেহেনা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের গহেরপুরের হযরত আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্বামী হযরত আলী বাড়ির পাশেই খেজুরের রস জ্বালাচ্ছিলেন। সহযোগিতা করছিলেন স্ত্রী রেহেনা খাতুন। প্রতিবেশীর একটি মারমুখো গরু গোয়াল থেকে ছেড়ে গেলে ছুটে যায় জ্বালার দিকে। গরুর আঘাত থেকে রক্ষা পেতে দ্রুত সরতে গেলে রেহেনা জ্বালার গরম রসের ওপর পড়ে ঝলসে যান। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। চিকিৎসক বলেছেন, শরীরের বেশ কয়েকটি স্থানে ঝলসে গেলেও তিনি আশঙ্কামুক্ত।