কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, বিপ্লবী সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ আটককৃত সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও সারাদেশে অব্যাহতভাবে খুন-গুম-গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হয়ে সমাবেশ করে। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য এমএ তালহা। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা বিএনপির যুগ্মসম্পাদক ওয়াহেদুজ্জামান বুলা। জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহেদ মো. রাজিব খান, যুগ্মআহ্বায়ক সোহেল আহমেদ মালিক সুজন, যুগ্মআহ্বায়ক জেডএম তৌফিক খান। উপস্থিত ছিলেন সদর পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুল হক মালিক মজু, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, আরিফুজ্জামান পিন্টু, আতিয়ার রহমান লিটনসহ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার সারাদেশে বিরোধীদলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় আটক করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার যে নীলনক্সা বাস্তবায়ন করে চলছে তারই অংশ হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য ছাত্রদলের নেতা-কর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে। সমাবেশে অবিলম্বে আটককৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়। সেইসাথে সারাদেশে বিরোধীদলের নেতা-কর্মীদের দমনের জন্য অব্যাহত হত্যা, গুম ও নির্যাতন বন্ধেরও জোর দাবি জানানো হয়। -প্রেসবিজ্ঞপ্তি।