স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ কালীগঞ্জের আইড়পাড়া গ্রামের বধূ জুলিয়া খাতুন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ামুখি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি ট্রাকের সংঘর্ষে জুলিয়া খাতুন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। এরা সকলেই বাসযাত্রী। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের সাতবাড়িয়া নামক স্থানে ও দুর্ঘটনা ঘটে। নিহত জুলিয়া খাতুন (৩০) কালীগঞ্জের আইড়পাড়া গ্রামের রইচ উদ্দীনের স্ত্রী। ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের কুষ্টিয়া ও ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।