কালীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হামিদুল ইসলাম হামিদ ১৯ দলীয় জোটের সমর্থন লাভ করায় গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ মাহবুবার রহমান, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লাল, জেলা জিয়া পরিষদের যুগ্মআহ্বায়ক আব্দুল হাই মিন্টু, জেলা বিএনপির সদস্য জোটের যুগ্মআহ্বায়ক আনোয়ারুল ইসলাম রবি, হারুন-অর-রশিদ মোল্লা ও গোলাম রব্বানীসহ যুবদল, ছাত্রদল এবং কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।