মাথাভাঙ্গা মনিটর: ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হোড়াকে প্রকাশ্যে কষে চড় মেরেছেন এক যুবক। একটি সংবাদমাধ্যম জানায়, গত রোববার রাজ্যের ঐতিহাসিক পানিপথ এলাকায় একটি মোটর শোভাযাত্রা চলাকালে ভিড়ের ভেতর থেকে ওই যুবক তেড়ে এসে লাফিয়ে মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠে তাকে চড় মেরে বসেন। কামাল মুকিজা নামের যুবকটিকে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করেছে। পরে তাকে থানা হাজতে নিয়ে যাওয়া হয়। কামাল দীর্ঘদিন চাকরির সন্ধান করেও ব্যর্থ হয়েছেন। চাকরি না পাওয়ার কারণে তিনি মুখ্যমন্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে জানা গেছে। ভিডিও চিত্রে দেখা যায়, দলীয় নেতাকর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী একটি শোভাযাত্রা করছিলেন। তাকে বহনকারী খোলা জিপ থেকে নেতাকর্মীদের সাথে অভিবাদন বিনিময় করছিলেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লাফিয়ে মন্ত্রীর ওপর আক্রমণ করে বসে কামাল। মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হোড়া ক্ষমতাসীন কংগ্রেসের একজন প্রবীণ নেতা। ২০০৫ সাল থেকে টানা দু বার তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।