মেহেরপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে কুষ্টিয়া জেলা দল জয়ী

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে কুষ্টিয়া জেলা দল ৬ উইকেটে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে।

গতকাল সোমবার মেহেরপুর সরকারি কলেজমাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত ৪৫ ওভারে চুয়াডাঙ্গা জেলা দল প্রথমে ব্যাট হাতে নিয়ে ৩১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান সংগ্রহ করে। কুষ্টিয়া জেলা দলের ইফতেখার আহমেদ ৩ উইকেট লাভ করে।

জবাবে খেলতে নেমে কুষ্টিয়া জেলা দল মাত্র ২৫ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে নাইম ইসলাম সর্বোচ্চ ৬০ রান করে।