বদরগঞ্জ ব্যুরো: চুয়াডাঙ্গার বদরগঞ্জ-খাড়াগোদা সড়কের ভুলটিয়া ব্রিজমোড় নামক স্থানে আলমসাধু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিতুদহ ইউনিয়নের গোষ্টবিহার গ্রামের করিম মিয়ার ছেলে বাবুল খাড়াগোদা থেকে তার আলমসাধুযোগে বদরগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় ওঁত পেতে থাকা ১০/১২ জনের ছিনতাইকারী দল বদরগঞ্জ-খাগাগোদা সড়কের ভুলটিয়া বেজীডাকা ব্রিজমোড়ে বাবুলের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তাকে বেঁধে রেখে তার একমাত্র সম্বল আলমসাধুটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।