স্টাফ রিপোর্টার: নেটওয়ার্ক চুয়াডাঙ্গার উদ্যোগে চুয়াডাঙ্গায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গত দু দিনে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় দরিদ্রদের মধ্যে প্রায় ৩ শ সোয়েটার ও ২শ কম্বল বিতরণ করা হয়। প্রতি বছরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক সংগঠন নেটওয়ার্ক চুয়াডাঙ্গা শীতবস্ত্র বিতরণ করে থাকে চুয়াডাঙ্গায় । তারই ধারাবাহিকতায় এ বছর শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। নেটওয়ার্ক চুয়াডাঙ্গা শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা প্রসারে ভূমিকা রাখে বলে এর অন্যতম সদস্য সাদিক আনাম জোয়ার্দ্দার জানান। তিনি জানান, গত দু দিন ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল সোমবার আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের হোসেনপুর গ্রামে দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদ-উল-ইসলাম জোয়ার্দ্দার। এ সময় নেটওয়ার্ক চুয়াডাঙ্গার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুল হাসান মিল্টন, বুলবুল আহমেদ, রাশিদুল রানা ও সাদিক আনাম জোয়ার্দ্দার।
ছবি-২। শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সংস্থার কার্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রার শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান আমিনুল ইসলাম, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি এএসএম ফরিদউদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আজম, মেহেরপুর যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান মালিক, জেলা রঙ-তুলি পরিষদের সম্পাদক মীর রওশন আলী মনা প্রমুখ।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সোনালী ব্যাংক সরোজগঞ্জ শাখার উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সরোজগঞ্জ সোনালী ব্যাংক শাখা কার্যালয় থেকে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল মান্নান, সরোজগঞ্জ শাখা ম্যানেজার আবু জাফর সাদেক, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা এমপ্লয়ীজ ইউনিয়ন পিও কমিটির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক সমীর উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, শফিকুল ইসলাম, সিনিয়র অফিসার আব্দুল কুদ্দুস, মোজাম্মেল হক প্রমুখ।