দর্শনা অফিস: দামুড়হুদা বোয়ালমারীর আলোচিত বোমা বক্করকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দামুড়হুদার জগন্নাথপুর গ্রামে। জগন্নাথপুর বাজার থেকে গ্রেফতার করা হয় ফজলা মিয়ার ছেলে বক্কর ওরফে বোমা বক্করকে (৪৫)।
পুলিশ বলেছে, সম্প্রতি গোবিন্দপুরে ডাকাতির উদ্দেশে হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে বক্করকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেছেন, বক্করকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বেশ কিছু তথ্য দিয়েছে। যা মামলার তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে। গতকালই বক্করকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বক্করকে জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে মামলার আইও জানান।