স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে গোপালপুর দাখিল মাদরাসার নির্মিত ভবন উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর। ভবন উদ্বোধন শেষে দাখিল মাদরাসামাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, ইদ্রিস আলী, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন গোপালপুর দাখিল মাদরাসার সুপার আব্দুর রহীম, মুস্তাফিজুর রহমান বাপ্পি, মিনাজ উদ্দীন ও মাদরাসার প্রতিষ্ঠাদাতা সদস্য রহমান রনজু প্রমুখ।