খবর: (রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা)
কার ওপরে ভর করে আজ
চালাও গুলি হামলা,
খুন করো তাও নামেধামে
হয় না থানায় মামলা।
তেলেসমাতি কাণ্ড চলে
ভার্সিটি খুব কাঁপাও,
নিজের যতো ঝুট ঝামেলা
লোকের ঘাড়ে চাপাও।
লেখাপড়ার নাম ভাঙিয়ে
কেলেঙ্কারি ঘটাও
মামা-খালুর তোমাদের
বর্গী হঁটাও হঁটাও!
-আহাদ আলী মোল্লা