জীবননগর ব্যুরো: জীবননগরে শক্রতা করে দুর্বৃত্তদের দেয়া একের পর আগুনে দিশেহারা হয়ে পড়েছেন গ্লাস ও ফোমব্যবসায়ী হান্নান। ব্যবসায়ী আব্দুল হান্নান অভিযোগ করে বলেন একটি গ্রুপ চক্রান্ত করে তার দোকান পুড়িয়ে ক্ষতিগ্রস্ত করতে দ্বিতীয় দফায় বন্ধ দোকানের মধ্যে পেট্রোল দিয়ে লাগুন লাগায়।
জীবননগর শহরের কেবি মার্কেটে আব্দুল হান্নানের হান্নান গ্লাস অ্যান্ড ফোম ঘর অবস্থিত। ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা তার দোকানে আগুন দিলে দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এতে তার নগদ ৯০ হাজার টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তিনি গত ৩ বছরে আবার তার প্রতিষ্ঠানটি চালু করলেও ওই চক্রটি গত শনিবার রাতে আবারও দোকানের শাটারগেটের নিচ দিয়ে পেট্রোল স্প্রে করে আগুন দেয়। এতে তার দোকানের মধ্যে আগুন ধরে যায়। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভালে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় দোকানটি। একের পর এক আগুনে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি অনুরোধ করেছেন।