মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের রাজধানী সানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও সাবেক প্রেসিডেন্টের বাড়ির সামনে আলাদাভাবে তিনটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে প্রাথমিক খবরে জানা গেছে।রোববার রাতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন শহরটির এক বাসিন্দা। তৃতীয় বিস্ফোরণটি সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর বাড়ির কাছে ঘটানো হয়েছে বলে জানিয়েছেন তারা। সালেহর বাড়ির কাছেই ফরাসি দূতাবাসের অবস্থান। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিস্ফোরণস্থল ঘিরে ফেলে আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়। একটি বিস্ফোরণস্থল থেকে আহত চারজনকে অ্যাম্বুলেসে করে নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। সালেহর বাড়ির কাছে ঘটা বিস্ফোরণটি পেতে রাখা বোমার বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ ও এতে মোট কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে সরকারি কোনো ভাষ্য পাওয়া যায়নি। আরব বসন্তের প্রভাবে ২০১১ সালে দীর্ঘ দিনের প্রেসিডেন্ট সালেহর পদত্যাগের দাবীতে আন্দোলন শুরু করে ইয়েমেনিরা। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা শুরু হয়। পরবর্তীতে প্রেসিডেন্ট সালেহ ক্ষমতা ছাড়লেও স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। ডিসেম্বরে সানার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জঙ্গিদের আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় ৫২ জন নিহত হয়েছিলো।