স্টাফ রিপোর্টার: আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আলুকদিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা আনসার ভিডিপি ক্যাম্প চত্বরে ২ দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুলের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ ছিলেন জেলা আনসার কর্মকর্তা, জেলা কৃষক লীগের সহসভাপতি লাল মোহাম্মদ। খেলায় ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ১৬২ জন শিক্ষার্থী ২৫টি ইভেন্টে অংশ নেয়। খেলায় ক ও খ গ্রুপের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে অংশ নেবে।