স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার নতিডাঙ্গা গাঙপাড়ায় শিশুদের খেলা নিয়ে মারামারির সূত্র ধরে প্রতিবেশীর লাঠির আঘাতে এক মহিলা গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গার গাঙপাড়ায় শিশুরা খেলা করছিলো। এ সময় তাদের মধ্যে মারামারি বাধে। এ ঘটনাকে কেন্দ্র করে বড়রা মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় আলাউদ্দিনের স্ত্রী মানোয়ারাকে লাঠির আঘাতে গুরুতর আহত করে প্রতিবেশী কপিলের ছেলে ইকরামুল। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।