আলমডাঙ্গার ঘোষবিলায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে গতকাল দিনব্যাপি আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জামজামি ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও আনন্দমুখর পরিবেশে এ প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জামজামি ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. রাহাব উদ্দিন। ২৬টি ইভেন্টে ক্রীড়া অনুষ্ঠিত হয়। কোমলমতি ছাত্রদের ৪টি গ্রুপ ও শিশু ছাত্রীদের ৪টি গ্রুপ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সামসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ট এসএমসি রাহাব উদ্দিন ও সাবেক এসএমসি খন্দকার আসাদুজ্জামান সোনা মাস্টার।