মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার গড়গড়ি গ্রামে রমরমা গাঁজার ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন গড়গড়ি রেললাইনের ধার, মুন্সিগঞ্জ পশুহাট ও পানহাটে ভ্রাম্যমাণ গাঁজা ব্যবসায়ী আওলাদ গাঁজার ব্যবসা করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের আওলাদ প্রতিদিন গোবিন্দপুর, গড়গড়ি রেললাইনের পাশে ও মুন্সিগঞ্জ পশুহাটে ভ্রাম্যমাণ বিক্রেতা হিসেবে গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী অভিযোগ করে বলেছে, গতবছরে মুন্সিগঞ্জ পশুহাটস্থ বালুর গর্তের কাছে গাঁজা বিক্রির সময় ৱ্যাবের হাতে ধরা পড়ে ভ্রাম্যমাণ গাঁজা ব্যবসায়ী আওলাদ। আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে আবারো এলাকায় গাঁজার রাজ্য গড়ে তুলেছে। ফলে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।