মেহেরপুর অফিস: মুক্তিযুদ্ধের কণ্ঠ সৈনিক, সঙ্গীত পরিচালক ও বিটিভির শিল্পী মেহেরপুরের মুক্তিযোদ্ধা শেখ জমির উদ্দীন আর নেই (ইন্নালিল্লাহে……রাজেউন)। ৭১ বছর বয়সে ঢাকার রামপুরা টিভি রোড এলাকার একটি ভাড়াবাসায় গত রোববার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌরসভার কাঁসারীপাড়ায় তার নিজ বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। বাদজোহর হোটেলবাজার জামে মসজিদে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
এর আগে মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মেহেরপুর পুলিশের একটি চৌকসদল তার লাশে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি ফরিদ হোসেন সালাম গ্রহণ করেন।