লেবাননে হেজবুল্লাহ অধ্যুষিত এলাকায় বোমায় তিনজন নিহত
মাথাভাঙ্গা মনিটর: লেবাননের উত্তর সীমান্তের হারমেল শহরের একটি পেট্রোল পাম্পে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩ জন নিহত হয়েছেন। শিয়া অধ্যুষিত এ এলাকাটি লেবাননের শিয়া রাজনৈতিক দল হেজবুল্লাহর একটি শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত।শনিবার রাতে চালানো এ হামলায় আরো ২৮ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানিয়েছেন। আল কায়েদার সাথে সম্পর্কিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠি নুসরা ফ্রন্টের লেবাননি শাখা তাদের ট্যুইটারে দেয়া বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে। সিরিয়ার গৃহযুদ্ধ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার এটি সর্বশেষ নজির। সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির শিয়া আলাউতি গোত্রের লোক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সরাসরি লড়াইয়ে অংশগ্রহণ করছে হেজবুল্লাহর গেরিলারা। লেবাননের শিয়া অধ্যুষিত বেকা উপত্যকার উত্তর প্রান্তে হারমেল শহরটির অবস্থান। জ্বালানি নেয়ার অজুহাতে এখানকার একটি পেট্রোল পাম্পে হামলাকারীরা গাড়ি নিয়ে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, প্রবেশের পর তারা পেট্রোল নেয়ার কথা বলে, এর কিছুক্ষণের মধ্যেই বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধাক্কায় পেট্রোল পাম্পস্থলে এক মিটার গভীর গর্ত হয়ে যায় এবং আশপাশের গাড়িগুলোতে আগুন ধরে যায়।