মেহেরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে আলোচনাসভা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চলতি বছরের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি মো. আনিসুজ্জামান, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের  অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম, উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান প্রমুখ।