দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী হাম রুবেলা টিকা গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে টিকা গ্রহণের ফলে কেউ অসুস্থ হয়নি।
অসুস্থ শিক্ষার্থীদের স্বজন ও স্কুল শিক্ষকরা জানান, গত ২৭ ও ২৮ জানুয়ারি নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থানীয় স্বাস্থ্যকর্মী রমিজ উদ্দীন ও তার সহকারীরা হাম-রুবেলা টিকা প্রদান করেন। টিকা গ্রহণের পর শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার পর শনিবার দু-একজন মাথা ঘুরে পড়ে যায় এবং কেউ কেউ বমি করতে থাকে। বিষয়টি প্রথমে বাড়ির লোকজন গুরুত্ব না দেয়ায় ওই শিক্ষার্থীরা অসুস্থ অবস্থায় গতকাল রোববার সকালে স্কুলে গিয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে বেলা ১টার দিকে তাদের দ্রুত দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম জানান, টিকা গ্রহণকারী ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, যারা টিকা গ্রহণ করেনি তারা সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকতা ডা. সালেহ আহমেদ জানান, এটি সাইকেজনিক ইনলেস। চিকিৎসা চলছে এবং সকলের অবস্থা এখন ভালো। হাম-রুবেলা টিকার কারণে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়নি বলে তিনি দাবি করেছেন।