শিশুদের শারিরীক ও মানষিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদা স্টেডিয়ামে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই দেশকে সারাবিশ্বে পরিচিত এনে দিতে পারে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজি সহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, ইউআরসির ইন্সট্রাক্টর জামাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার সাকি সালাম, মমতাজ পারভীন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম, নুরুন্নবী, শিক্ষক জান মোহম্মদ জান্টু, হাবিবুর রহমান, কুতুব উদ্দিন, মফিজুর রহমান, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা ইউসুফ আলী, আবু তালেব, আব্দুল হান্নান ছোট, সেলিম উদ্দিন বগা, হযরত আলী প্রমুখ। দিনব্যাপি নানা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।